দেশজুড়ে
শ্রীনগরে ১০ জনের করোনা শনাক্ত
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাস শনাক্তের মোট সংখ্যা দাড়ালো ১২৭৩। সুস্থ হয়েছেন ১০৪৫ জন। মারা গেছেন ৭ জন।
বুধবার সকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এই তথ্য নিশ্চিত করে তিনি জানান। ৩৪ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনার হাত থেকে নিরাপদে থাকতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন। সবাইকে ইউনিয়ন ভিত্তিক কোভিট-১৯ টিকা গ্রহনের আহবান করেন তিনি।
জানা গেছে, ইউনিয়ন ভিত্তিক গণটিকা প্রদান কর্মসূচির আওতায় শ্রীনগরে উপজেলার ১৪টি ইউনিয়নে বুধবার পর্যন্ত মোট ৮ হাজার ৪০০ জন নারী-পুরুষ কোভিট-১৯ টিকা গ্রহন করেছেন।