রামপালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

0
105

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে ৷ বৃহস্পতিবার (০৭ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে রামপাল সহকারী কমিশনার (ভূমি) ও র্নিবাহি ম্যাজিস্ট্রেট শোভন সরকার এ অভিযান পরিচালনা করেন ।

এ সময় ফয়লাহাট ও ঝনঝনিয়া বাজারে সরকারি নিয়ম অমান্য করে মালামাল বিক্রয়ের অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৷ এরা হল ফয়লাহাটের স্বপ্নপুরি সুজ ,অনুপম বস্ত্রালয়, চৈতী সুজ এবং ঝনঝনিয়া বাজারের ইয়াছিন এবং কবীর ৷ এ সময় তাদের কাছ থেকে মোট ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয় ৷

সহকারী কমিশনার (ভূমি) ও র্নিবাহি ম্যাজিস্ট্রেট শোভন সরকার জানান, করোনা পরিস্থিতিতে যেন সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করতে পারে আমরা সে বিষয়ে সবাইকে নির্দেশনা দিচ্ছি এবং দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব অন্তর গোল চিহ্নিত করে দিচ্ছি। নিয়ম ভঙ্গ করে দোকানপাট খুলে রাখার অপরাধে জরিমানা আদায় করেছেন বলেও নিশ্চিত করেছেন তিনি ৷