দেশজুড়ে

মোরেলগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার

শেখ সাইফুল ইসলাম কবির , বাগেরহাট থেকে : বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিব খান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বলইবুনিয়া ইউনিয়নের রাজৈর গ্রামের আবুল বাশার খানের ছেলে রাকিব পেশায় একজন কাঠমিস্ত্রী।

রবিবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার বেলা ৩টার দিকে রাকিবকে আদালতে সোপর্দ ও লাঞ্চিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতাল পাঠিানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, শনিবার দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে। রবিবার রাতে থানায় মামলা দায়ের হয়। মামলার প্রধান আসিামি রাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button