দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ১জন আটক

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোবরতলায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ মহবুল হক (৫৫) নামে একজনকে আটক করেছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী বেহুলা এলাকায় এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ধৃত ব্যক্তি হচ্ছে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মৃত সামসুদ্দিন মন্ডলের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী বেহুলা গ্রামে জনৈক ওয়াহেদুল হক মিটুলের লিচু গাছের নীচে এক ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী’র নেতৃত্বে র‌্যাবের একটি দল আজ সোমবার দুপুর সোয়া ২ টার দিকে উক্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ উক্ত ব্যক্তিকে আটক করে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button