শ্রমিকদেরকে দ্রুত টিকা দিন : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যে শ্রমিকদের শ্রমে দেশের অর্থনীতির চাকা চলে, সেই শ্রমিকদেরকে দ্রুত টিকা দিন। ৯ আগস্ট সকাল ১০ টায় মিরপুরে নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় শ্রমিকধারার আয়োজনে করোনাকালের খাদ্য প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় শ্রমিকধারার যুগ্ম আহবায়ক গোলাম রহমান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষকে করোনাকালে লকডাউনের নামে মানবতা বিরোধী কর্মযজ্ঞ শুরু করেছে অধিকাংশ সচিব-মন্ত্রী-এমপি-আমলারা। এমতবস্থায় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নিতে হবে সুপরিকল্পিত সিদ্ধান্ত। ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান খুলে স্বাস্থ্যবিধি মানানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে বাংলাদেশের দারিদ্রসীমার নিচে থাকা কোটি কোটি মানুষকে।