দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের চাইতে বেশি দামে সার বিক্রি করায় এক ডিলারকে জরিমানা করা হয়েছে। রবিবার(৮ আগষ্ট) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাগত সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার আলম মেসার্স এম,এল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

জানাগেছে,ভুল্লি বাজারের এম,এল ট্রেডার্স সরকার নির্ধারিত দামের চাইতে অতিরিক্ত দামে ইউরিয়া,টিএসপি ও এমওপি সার বেশী দামে বিক্রি করে আসছিল।স্থানীয় কৃষকদের এমন অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে শাহরিয়ার আলম সেই দোকানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান।

এসময় তিনি ভোক্তা অধিকার আইনে সেই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আলমের সাথে উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) শাহরিয়ার আলম বলেন,জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button