দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটিকে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীদের সেবার লক্ষ্যে রেডক্রিসেন্ট সোসাইটিকে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন স্থানীয় অওায়ামী লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী মোখলেসুর রহমান।
রবিবার দুপুরে শহরের বটতলাহাট এলাকায় তিনি তার নিজস্ব কার্যালয়ে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের হাতে এসব তুলে দেন।
এ সময় জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আশিক আহম্মেদ ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ, উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল আওয়াল তুসার, পৌর ছাত্র লীগের সভাপতি ফয়সাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।