ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সংঘবদ্ব ডাকাত দলের ১৩ সদস্য গ্রেফতার
এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর বাড্ডা,রমনা ও শাহবাগ পৃথক তিনটি থানা এলাকায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ব ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো– মোঃ হৃদয়, মোঃ আকাশ, মোঃ ফাহিম,আব্দুল্লাহ আল মাসুদ, মোঃ বাবুল মিয়া, মোঃ স্বপন রহমান, মোঃ মানিক, মোঃ জুয়েল হোসেন,মোঃ ইয়াছিন ওরফে বাবু, মোঃ কালু মিয়া, মোঃ ফজলে আলী, মোঃ আল-আমিন ও স্বপন ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাপাতি, ১টি চাকু, ২টি লোহার রড ও ১০ হাত পাটের রশি,
৫ টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে বাড্ডা থানার উত্তর বাড্ডা আলীর মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জব্দকৃত মালামালসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত দলের আরো কয়েকজন সদস্য পালিয়ে যায়। তাদের সহযোগী পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, বাসাবাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে। ইতিপূর্বে এদের বিরুদ্ধে ডাকাতি মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।
আজ রোববার আসামীদেরকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে। এ বিষয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা ।
এদিকে, রাজধানীর রমনা ও শাহবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজধানীর রমনা থানার রমনা পার্ক সংলগ্ন রমনা চাইনিজ রেস্টুরেন্টের সামনে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করে অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ আল মাসুদ, মোঃ বাবুল মিয়া, মোঃ স্বপন রহমান, মোঃ মানিক ও মোঃ জুয়েল হোসেন। এ সময় তাদের নিকট থেকে ২টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এছাড়া শনিবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম শাহবাগ থানার আজিজ সুপার মার্কেটস্থ মুসলিম সুইটস এন্ড বেকারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইয়াছিন ওরফে বাবু, মোঃ কালু মিয়া, মোঃ ফজলে আলী, মোঃ আল-আমিন ও স্বপন ।
এ সময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের স্থায়ী কোন ঠিকানা নাই। তারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ভাসমান থাকিয়া যাত্রী, পথচারীদের টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।
এবিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা ও শাহবাগ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।