চারঘাটে গণটিকা কার্যক্রমের আওতায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান উদ্বোধন
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে সারা দেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত চেষ্টায় গণটিকা কার্যক্রমের আওতায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচীর উদ্বোধন হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় ইউসুফপুর ইউনিয়নে এই টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে তিনি উপজেলার তিনটি ইউনিয়নের টিকাদান কর্মসূচী ঘুরে দেখেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আশিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম, থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। গণটিকা কার্যক্রম উদ্বোধন শেষে জনসাধারনের মাঝে মাস্ক
বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এদিকে উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান টিকাদান কর্মসূচী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা । পরিদর্শনকালে তিনি বলেন ছয়টি ইউনিয়নে সাধারন জনগন উৎসবমুখোর পরিবেশে টিকা গ্রহন করছেন। সরকারী নির্দেশনা অনুযায়ী স্বল্প সময় ব্যবধানে ইউনিয়নভিত্তিক বসবাসরত সকল জনগনকে টিকা নেয়ার আহŸান জানান তিনি।
উল্লেখ্য যে, প্রতিটি ইউনিয়নে তিনদিন ব্যাপি গনটিকার কর্মসূচীর প্রথমদিনে ৩ হাজার ৬শত টিকা দেয়া হয়।