দেশজুড়ে

শ্রীনগরে চলমান লকডাউনের ১২তম দিনে ৬ মামলা

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ১২তম দিনে ৬টি মামলায় মোট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ শ্রীনগর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে আইন ভঙ্গকারীদের জরিমানা করেন। এর আগে সোমবার ১২টি মামলায় জরিমানার মোট ৬ হাজার ৪০০ টাকা আদায় করেন নিবাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ। এ সময় বাংলাদেশ সেনা বাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button