রাণীশংকৈলে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর উপহার কোভিড-১৯ সামগ্রী প্রদান
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: করোনা পরিস্থিতি দ্রুত মোকাবেলায় ৩ আগস্ট মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২টি অক্সিজেন সিলিন্ডারসহ মাস্ক ও স্যানিটাইজার উপহার সামগ্রী প্রদান করা হয়।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি থেকে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার মাধ্যমে এসব সামগ্রী দেয়া হয়। এই সাথে সাবেক এমপি লিটার এসএসসি ‘৮৬ ব্যাচের বন্ধুদের তরফ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার ও একটি কনসেনট্রেটর উপহার দেয়া হয়।
এ উপলক্ষে এ দিন উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপ্লেক্স প্রশাসক ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাবেক এমপি সেলিনা জাহান লিটাসহ উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ’লীগ জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী ও ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবিরসহ অন্যান্য সাংবাদিকরা।এছাড়াও ডাঃ ফিরোজ আলম, ডাঃ এম এ মুনইম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হুদা এ্যাপোলো, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সোহেল রানা প্রমুখ ।
এ ছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতিসহ অতিথিরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন। প্রসঙ্গত, এ নিয়ে এ স্বাস্থ্য কমপ্লেক্সে
৪০টি অক্সিজেন সিলিন্ডার ও ৭টি কনসেনট্রেটর মজুত হলো।