বাবা মায়ের উপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় রাফিয়া তুন নেছা(১৪) নামের অষ্টম শ্রেণীতে পড়–য়া এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার(৩ আগষ্ট) রাতের যে কোনো সময় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার মাছুম হাওলাদারের বাড়ির ২য় তলায় এ ঘটনাটি ঘটেছে।
গাইবান্ধা সদর উপজেলার শিমুল তারি এলাকার আব্দুল রাজ্জাকের মেয়ে রাফিয়া তুন নেছা। বর্তমানে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার মাছুম হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে তারা বসবাস করে আসছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার তার মা-বাবার সাথে কথা কাটাকাটি হয় । সে প্রতিদিনের মতো একই ভাবে রাতে রুমের দরজা লাগিয়ে ঘুমাতে যায়। পরবর্তীতে মঙ্গলবার ভোরে অনেক ডাকা-ডাকির পর দরজা না খুলায় দরজা বেঙ্গে দেখে গলায় ওড়না বেঁেধে ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদ বলেন, ওই কিশোরী তার মা-বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।