দেশজুড়ে
নান্দাইলে ১০ বছরের সাজা প্রাপ্ত সহ ৬ আসামী গ্রেফতার
এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজা প্রাপ্ত আসামী সহ অন্যান্য মামলায় মোট ৬ জন আসামী গ্রেফতার করেছ নান্দাইল মডেল থানা পুলিশ। সোমবার রাতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার (৩রা আগস্ট) সকালে তাদেরকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানাগেছে, অস্ত্র মামলার পলাতক আসামী মোঃ জসিম উদ্দিন নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের কুচুরী (আলাবক্সপুর) গ্রামের বজলুর রহমানের পুত্র। তিনি সে দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিল। এছাড়া জুয়া ও অন্যান্য মামলায় আরো ৬জনকে গ্রেফতার করে থানা পুলিশ। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।