দেশজুড়ে

রামপালে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্থদেরের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ রামপালে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে ৷ মঙ্গলবার দুপুরে উপজেলার রনসেন-মিরাখালী গ্রামের ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয় ৷ ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারকে ৬ হাজার টাকা , ২ বান্ডিল টিন, ১০ কেজি করে চাল এবং আংশিক ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এ সময় রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউএনও মোঃ কবীর হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, পিআইও মোঃ মতিউর রহমান, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ৷

ইউএনও মোঃ কবীর হোসেন বলেন, “গত মঙ্গলবার বিকেলে হঠাৎ ৩-৪ মিনিটের ঝড়ে মিরাখালী গ্রামের অন্তত বেশ কয়েকটি ঘরবাড়ি ও গাছপালা লন্ডভন্ড হয়ে যায়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের টিন, অর্থ সহায়তা ও খাদ্য সহায়তা দিয়েছি ৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বণ পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার এর নির্দেশনা অনুযায়ী এবং বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান স্যারের প্রদত্ত ত্রান থেকে আমরা দ্রুততম সময়ে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করেছি ৷ সব সহযোগীতা নিয়ে রামপাল উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে”৷

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button