দিনাজপুরে আব্দুল হত্যাকান্ড মামলার আসামী নাঈম গ্রেপ্তার
চৌধুরী নুপুর নাহার তাজ,নিজস্ব প্রতিনিধি: দিনাজপুরের আব্দুল হত্যাকান্ডে মামলার আসামী নাঈম গ্রেপ্তার। দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ গোশাইপুর এলাকা হতে আব্দুল কাদের হত্যা মামলার আসামী আল নাঈমকে (২৮) গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। আল নঈম বিরল উপজেলার বল্লভপুর গ্রামের রুস্তম আলীর পুত্র।
দিনাজপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে এএসআই মশিউর রহমানের নেতৃত্বে সিআইডির একটি বিশেষ দল গোশাইপুরে আত্মগোপনে থাকা আল নাঈমকে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করে।
২০২০ সালের নভেম্বরের ২৭ তারিখে বিরলের বল্লভপুর গ্রামে জমিজমা বিরোধের জেরে আসামীর চাচা আব্দুল কাদেরকে হাসুয়া দিয়ে মাথায় কোপ দেয়। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদেরকে মৃত ঘোষনা করেন। খুন করার পর আসামি নাঈম দীর্ঘদিন আত্মগোপনে থাকে। পরে মামলাটি তদন্ত সিআইডির কাছে এলে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়।