ধামরাইয়ে বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ২৫ মামলায় ৪৪১০০ টাকা জরিমানা

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সরকারের ঘোষিত লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ২৫টি মামলায় চুয়াল্লিশ হাজার একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড শেখ নুরুল আলম চয়ন।
শনিবার (৩১ জুলাই) ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড শেখ নুরুল আলম চয়ন। ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানের সময় টাইলসের দোকার, চটপটির দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্য করে অকারণে ঘোরাঘুরির দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়।
এ’সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ২৫টি মামলায় চুয়াল্লিশ হাজার একশত টাকা জরিমানা করেছে।
এ’বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউন সারাদেশে পালিত হচ্ছে। লকডাউনের সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন করতে আমরা উপজেলা প্রশাসন সারাক্ষণ মাঠে কাজ করে যাচ্ছি। লকডাউনের শেষদিন পর্যন্ত আমরা মাঠে আছি বিধিনিষেধ বাস্তবায়নে এ’অভিযান অব্যাহত থাকবে।