বিনোদন

করোনায় আক্রান্ত ফারুকী

সপ্তাহখানেক আগে বেশ মজা করে টিকা নেওয়ার খবর দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ফেইসবুকে পোস্ট করেছিলেন ছবিও। এবার ‘পজিটিভ’ লিখেই শনিবার দিলেন খারাপ খবরটি। সকাল সাড়ে দশটার দিকে তিনি লেখেন, পজিটিভ! কড়াভাবে সব ধরনের নিরাপত্তা বিধি মানার পরও! সুতরাং দয়া করে নিজের যত্ন নিন এবং আপনার স্পৃহা তরতাজা রাখুন।

এমন খবরে মন্তব্যের ঘরে নির্মাতার জন্য শুভ কামনা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত, অনুরাগী ও বন্ধুরা। গত ২৬ জুলাই টিকা নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন ফারুকী।

তখন লেখেন, “ওকে, এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি! তবে একটা কথা বলতে চাই, টিকা নেয়া মানেই কিন্তু আপনি নিরাপদ তা না! ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়দিনে করোনা পজিটিভ!”

সম্প্রতি প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন ফারুকী। জি ফাইভে প্রকাশ হওয়া ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ আড়াই বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। পরের ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি পাবে। এ ছাড়া ঘোষণা দিয়েছেন ‘আ বার্নিং কোয়েশ্চেন’ নামের ছবির।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button