নওগাঁয় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন, আটক-১
মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (৩০জুলাই) মোবাইল ফোনের সিম কার্ড চুরির অভিযোগে এক প্রতিবন্ধী কিশোরের হাত-পা বেধে নির্যাতনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
নির্যাতিত কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা গ্রামের নির্মাণাধীন এলপিজি গ্যাস পাম্পে।
পুলিশ জানান, এদিন সকালে ওই পাম্পের নৈশ্য প্রহরী শিকারপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ বকুল হোসেনের (৫০) মোবাইল ফোনের সিম কার্ড চুরি হয়। এ সিম চুরির ঘটনায় জরিত সন্দেহে বকুল হোসেন বাগাচারা গ্রামের মোঃ খোরশেদ আলমের পুত্র মানসিক প্রতিবন্ধী সিহাব হোসেনের (১৪) হাত-পা বেঁধে এদিন সকাল ১০ টার দিকে পাম্পের একটি ঘরে বেধরক নির্যাতন করে।
এ নির্যাতনের সময় সিহাবের আত্বচিৎকারে পাশ্ববর্তী লোকজন ঘটনা স্থলে গিয়ে সিহাবকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত লোকজন বকুল হোসেনকে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশে সোর্পদ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান এ ব্যাপারে সিহাবের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত বকুল হোসেনকে ৩১ জুলাই আদালতে সোর্পদ করা হবে।