ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লীঙ্গের আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে তথ্য প্রতিমন্ত্রী 

0
91

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে জেলার সরিষাবাড়ীতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লীঙ্গের জন্য আশ্রয় প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি।

শুক্রবার ৩০ জুলাই ২০২১ সকাল সাড়ে ১১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০টি ঘর ও পৌরসভার তাড়িয়া পাড়ায় এলাকায় তৃতীয় লীঙ্গের জন্য ৯টি ঘর পরির্দশন করেন। করোনা কালীন সময়ে আশ্রয় প্রকল্পের ঘরে অসহায় বসবাসকারীদের মাঝে ত্রাণ বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়।

এ সময় জামালপুর জেলা প্রশাসক মোর্শেদা জামানসহ সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ ড.হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।