দেশজুড়ে

মির্জাগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ জেলা পরিষদের উদ্যোগে মির্জাগঞ্জে করোনা সংক্রমণ রোধে জনসাধারণের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে । শুক্রবার (৩০ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা পরিষদের ব্যবস্থাপনায় জনসাধারণের মাঝে আটশো মাস্ক, দুইশো হ্যান্ড স্যানিটাইজার, দুইশো সাবান ও দুইশো হ্যান্ড রাব বিতরণ করা হয়। জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম মহসিন মৃধা প্রাধন অতিধি হিসেবে এ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দেউলী-সুবিদখালী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ হাওলাদার, সুবিদখালী আল-মদিনা জামে মসজিদের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মেহেদেী হাসান মুবিনসহ আরও অনেকে ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button