কুষ্টিয়া করোনায় আরও ৮ জনের মৃত্যু

0
82
ফাইল ছবি

কুষ্টিয়ায় তুলনামূলক করোনায় শনাক্ত কমলেও কমছেনা মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আরও আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ৮ জনই করোনা শনাক্ত ছিলেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ডা. আব্দুল মোমেন  এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় আরও ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গতদিনের চেয়ে বেড়ে ৪১ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ২৬৩ জন করোনা রোগী।

তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন  আরও জানিয়েছেন, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২০০ বেডে করোনা ও উপসর্গ নিয়ে সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২১৪ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭১ জন এবং ৪৩ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৩২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে ৫৪৮ জনের মৃত্যু হয়েছে।