দেশজুড়ে
করোনা উপসর্গ নিয়ে লালমোহনে মাদ্রাসা সুপারের ইন্তেকাল
ভোলা প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়াস্থ হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের আনসারী (৫৬) ২৯ জুলাই ( বৃহস্পতিবার) ভোলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন।
জনাব আনসারী কয়েকদিন যাবৎ জ্বরসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়। পরে ডাক্তার তাকে ভোলা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮.৩০ এর সময় ইন্তেকাল করেন। একজন সজ্জন, পরোপকারী ও ইসলামি চিন্তাবিদ হিসেবে ব্যপক সম্মানিত ছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবককে হারিয়েছে। ৩০ জুলাই শুক্রবার বেলা ১০ টার সময় গজারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।