দেশজুড়ে

টানা বর্ষনে পানিতে ভাসছে রামপাল : মৎস্য ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ এখন শ্রাবন মাস ৷ তবে আষাঢ়ের প্রথম দিকে বৃষ্টি হবার কথা থাকলেও তা ছিল একেবারেই ছিটেফোটা ৷ হঠাৎ করেই এমন টানা বৃষ্টিতে ভাসবে,একেবারে ভাবা যায়নি ৷ ৭-৮ ঘন্টার টানাবর্ষনে জলে তলিয়েছে উপকূলবর্তী রামপাল-মোংলার বিভিন্ন এলাকা ৷

লঘুচাপের প্রভাবে মঙ্গলবার দুপুরের পর থেকে শুরু হওয়া টানা অতি বৃষ্টিতে বাগেরহাটের রামপালের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ী তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির জলবদ্ধতায় এখন এ এলাকায় এক রকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা সদরের প্রধান সড়কটি দেখে বুঝার উপায় নেই এটি চলাচলের রাস্তা নাকি খাল। বেশকিছু এলাকা একেবারে পানির তলায় ৷ ভেঙ্গে গেছে বেশ কয়েকটি উপকূলীয় ভেড়িবাঁধ ৷ অনেকের বাড়ির উঠানে পানি কোমর ছাড়িয়েছে ৷

সরেজমিনে দেখাগেছে, রামপাল উপজেলার সদর, ভাগা , শোলাকুড়া, গিলাতলা, বাঁশতলী, হুড়কা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ৷ বেশ কয়েকটি মৎস্য ঘের ভেসে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে ৷ কোথাও কোথাও রাস্তাঘাট হাটু পানির নিচে ৷ কারও বাড়ির রান্নাঘরে পানি ঢুকে পড়ায় জ্বলেনি চুলো ৷ বন্দ রয়েছে রান্নাবান্না ৷ ব্যাপক দূর্ভোগে সময় পার করছেন স্থানীয়রা ৷ অতি বৃষ্টির কারনে নদীতে পানির স্তর বেড়ে যাবার কারনে পানি সরবরাহে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে ৷ একই রকম অবস্থা মোংলা উপজেলার বিভিন্ন এলাকাতেও ৷

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, ক্ষয়ক্ষতি নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহকে নির্দেশনা দেয়া হয়েছে। তারা সঠিক তথ্য সংগ্রহে কাজও করছেন। কিন্তু এমনিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টিপাত, রাস্তাঘাটেরও খারাপ অবস্থা তাই সময় লাগছে। বৃষ্টির পানিতে চারিদিকে টইটুম্বুর অবস্থা। বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তলিয়েছে, ঘরবাড়ীতে পানি উঠেছে। পুকুর ও ঘের ডুবেছে এমন খবর পেয়েছি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button