রামপালে আকস্মিক টর্নেডোতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন ইউএনও

0
84

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে আকস্মিক টর্নেডোতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন ইউএনও মোঃ কবীর হোসেন ৷ বুধবার বিকাল ৪ টায় উপজেলার উজলকুড় ইউনিয়নের মিরাখালি গ্রামে টর্নেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সাথে কথা বলে সাহায্যের আশ্বাস দেন ৷ এসময় উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান তার সাথে ছিলেন ৷

পরিদর্শন শেষে রামপাল ইউএনও মোঃ কবীর হোসেন জানান, ” রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের মিরাখালি গ্রামে গতকাল টানা বর্ষনের সময় গ্রামবাসীর দেয়া তথ্য মতে আনুমানিক বিকাল ৪ঃ৩০ মিনিটে প্রচন্ড ঝড়ে প্রায় ৪০ টির অধিক বড় আকারের বিভিন্ন প্রকারের গাছপালা উপড়ে গেছে, টিনের চাল উড়ে যাওয়া সহ বিধঃস্থ হয়েছে প্রায় ২০ টির অধিক ঘরবাড়ি। বেশ কিছু গবাদি পশু ও হাসমুরগি গাছ চাপা পড়েছিল। সৌভাগ্যক্রমে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। আমরা ক্ষতিপুরণের তালিকা তৈরী করে দ্রুততম সময়ের মধ্যে তাদের সরকারী নগদ অর্থ সহায়তা দিয়ে পূনর্বাসনের ব্যাবস্থা করবো”৷

প্রসংঙ্গত, গত মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে হঠাৎ করেই টর্নেডো আঘাত হানে ৷ তাতে মূহুর্তেই বেশ কয়েকটি বাড়িঘর ও গাছপালা ভেঙ্গে পড়ে ৷ তারপর থেকে একটানা বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতি ও দূর্ভোগের মুখে পড়েন স্থানীয়রা ৷