দেশজুড়ে

মানিকগঞ্জে করোনায় মৃত্যু ১ উপসর্গে ৩, জেলায় সনাক্তের হার ৩৯.১৭ শতাংশ

মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। একই দিনে ৪৩৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭০ জন। করোনায় শনাক্তের হার ৩৯ দশমিক ১৭ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নতুন আক্রান্ত ১৭০ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৩১ জন, সাটুরিয়ায় ৯ জন, দৌলতপুরে ৭ জন, ঘিওরে ১৯ জন, শিবালয়ে ২১ জন, হরিরামপুরে ২৫ জন এবং সিংগাইরে ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button