দেশজুড়ে

লৌহজংয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের লৌহজংয়ে র‌্যাবের অভিযানে মো. তোষারফ হোসেন (৩৫) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত ২৬ জুলাই সোমবার রাতে উপজেলার খরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব এক বার্তায় জানায়, র‌্যাব-১১, সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলমের নের্তৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং উপজেলার খরিয়া গ্রাম থেকে ইয়াবাসহ তোষারফকে গ্রেফতার করা হয়। মাদক কারবারির বিরুদ্ধে লৌহজং থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

 

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button