দেশজুড়ে
মির্জাপুরে বিয়ের অনুষ্ঠান বন্ধ করলেন এসিল্যান্ড; বর পক্ষের জরিমানা
রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি আদেশ উপেক্ষা করে বৌ-ভাত অনুষ্ঠান করার অপরাধে বর পক্ষের কাছ থেকে জরিমানা আদায় করে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
মঙ্গলবার (২৭জুলাই) দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের আবদুল মান্নানকে সরকারি আদেশ অমান্য করে তার ছেলের বিয়ের অনুষ্ঠান করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উপজেলার বাঁশতৈল ও হাটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ১০ দোকানি ও পথচারীকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।