খুলনা থানা পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক উক্ত থানাধীন ১৩ নং কেডি ঘোষ রোডস্থ ঐশ্বর্য্য হেয়ার ড্রেসার নামক সেলুনের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১) মিঠুন কুমার সরকার(৩২), পিতা-মৃত: সমীর চন্দ্র সরকার, সাং-হোল্ডিং নং-১৫ কেডি ঘোষ রোড, থানা-খুলনা এবং ২) মোঃ মন্টু হাওলাদার(৪৮), পিতা-আব্দুর ছত্তার, সাং-মোল্লাপাড়া ভাই ভাই গলি, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়’কে খুলনা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ৭ (সাত) ক্যান বেলজিয়াম বিয়ার এবং বিক্রয়লব্ধ নগদ ২,৭০০/- টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি, কেএমপি ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম উপরোল্লিখিত তথ্য ২৫ জুলাই রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন ।