ঈদের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ টানা ৫ দিন ঈদের ছুটি শেষে সোনামসজিদ-মহদীপুর স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি। আজ রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে এ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর আগে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা ৫ দিন ঈদুল আযহা’র ছুটিতে বন্দর বন্ধ ছিল।
আজ সকাল থেকে এ পর্যন্ত ৩০টি ট্রাক পণ্য আমদানি হয়েছে ভারত থেকে। তবে, প্রথম দিন বিকেল পর্যন্ত দেড়’শো/দু’শো ট্রাক প্রবেশ করবে বলে কাস্টমস সুত্রে জানা গেছে। সকাল থেকে বন্দরে পণ্য আনলোডের জন্য শ্রমিক কাজে যোগদান করেছে।
সোনামসজিদ কাস্টমস’র সহকারি কমিশনার মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, ঈদের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে আজ রোববার বেলা ১১টা থেকে আবারও দুই দেশের মধ্যে সব ধরনের পণ্যের আমদানি শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের অর্থনীতি সচল ও পণ্য সরবরাহের ক্ষেত্রে করোনাকালীন আমদানি-রপ্তানি পণ্য ছাড় করাতে কাস্টমস যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পণ্য খালাস দিচ্ছে।
তিনি আরো জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কয়েক দিন ছুটি থাকায় ভারতের মহদিপুরে অনেক পণ্যভর্তি ট্রাক আটকা পড়ে আছে।