দেশজুড়ে
ঘোড়াঘাট পৌর যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মাস্ক বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশনায় জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৫ জুলাই) সকালে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড, আজাদমোড়, সিএনজি স্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে করোনা প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে খোলা-দোকানি, পথচারী, যানবাহনের যাত্রী ও চালকদের মাঝে মাস্ক বিতরন করেন পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মুরাদ মন্ডল।
এরপরে পৌর যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ঘোড়াঘাট আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন।
এ সময় আর সি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক নূর বর্খত রিমন, ২নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, মুরাদ মিয়া, শহীদ আলম, পারভেজ, খোকন, সোহেল রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।