দেশজুড়ে

ঘোড়াঘাট পৌর যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মাস্ক বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশনায় জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৫ জুলাই) সকালে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড, আজাদমোড়, সিএনজি স্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে করোনা প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে খোলা-দোকানি, পথচারী, যানবাহনের যাত্রী ও চালকদের মাঝে মাস্ক বিতরন করেন পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মুরাদ মন্ডল।

এরপরে পৌর যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ঘোড়াঘাট আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন।

এ সময় আর সি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক নূর বর্খত রিমন, ২নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, মুরাদ মিয়া, শহীদ আলম, পারভেজ, খোকন, সোহেল রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button