বিখ্যাত লেখক ও শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার: আজ স্যারের জন্মদিন
আবদুল্লাহ আবু সায়ীদ স্যার।আজ স্যারের জন্মদিন। বাংলাদেশের বহুমুখী প্রতিভার অধিকারী একজন মনীষী সায়ীদ স্যার । তিনি মূলত শিক্ষাবিদ ও সাহিত্যিক। সুবক্তা কাকে বলে তা তার কথা না শুনলে বোঝা ভার। বই পড়ার প্রতি বাঙ্গালী তরুন তরুণীদের যে এই তৃষ্ণা , বই মেলার স্টলে মানুষের পাগল-পারা এই যে দীর্ঘ সারী। এই স্বপ্নময় দৃশ্যের অগ্রবর্তী মহীরুহ হচ্ছেন আমাদের সকলের প্রান প্রিয় শ্রদ্ধেয় আব্দুল্লাহ আবু সাঈদ স্যার।
আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৩৯ সালে কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস বাগেরহাট জেলার কচুয়া উপজেলার অন্তর্গত কামারগাতি গ্রামে। তাঁর পিতা আযীমউদ্দিন আহমদ ছিলেন একজন কলেজ শিক্ষক। ১৯৫৫ সালে তিনি পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক, ১৯৫৭ সালে বাগেরহাটের প্রফুল্লচন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আবু সায়ীদ ১৯৬১ সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কিছুকাল সিলেট মহিলা কলেজে শিক্ষকতা করেন। ১৯৬২ সালের পহেলা এপ্রিল তিনি রাজশাহী কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে সরকারি চাকুরিজীবন শুরু করেন। সেখানে পাঁচ মাস শিক্ষকতা করার পর তিনি ঢাকায় ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে যোগ দেন (বর্তমানে সরকারী বিজ্ঞান কলেজ)। এই কলেজে তিনি দু’ বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ সময় তাঁর বয়স ছিল মাত্র তেইশ।
এরপর তিনি ঢাকা কলেজের তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন আহমেদের আমন্ত্রণে সেখানে যোগদান করেন। আবু সায়ীদ যখন ঢাকা কলেজে যোগ দেন তখন কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন কথাসাহিত্যিক ও গদ্য লেখক শওকত ওসমান৷ষাটের দশকে বাংলাদেশে যে নতুন ধারার সাহিত্য আন্দোলন হয়, তিনি ছিলেন তাঁর নেতৃত্বে। সাহিত্য পত্রিকা কণ্ঠস্বর সম্পাদনার মাধ্যমে সেকালের নবীন সাহিত্যযাত্রাকে তিনি নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়ে সংহত ও বেগবান করে রেখেছিলেন এক দশক ধরে। এ সময় কিছুকাল বাংলাদেশে টেলিভিশনে উপস্থাপনাও করেন।
আবু সায়ীদ ১৯৭৮ সালে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। দেশের এই সার্বিক অবক্ষয় এবং সম্ভাবনাহীনতার ভেতর সীমিত সংখ্যায় হলেও যাতে শিক্ষিত ও উচ্চমূল্যবোধসম্পন্ন আত্মোৎসর্গিত এবং পরিপূর্ণ মানুষ বিকশিত হওয়ার পরিবেশ উপহার দেয়া যায়, সেই উদ্দেশ্য নিয়েই বিশ্বসাহিত্য কেন্দ্র গড়ে তুলতে চেষ্টা করছেন । একজন মানুষ যাতে জ্ঞানের বিভিন্ন শাখার অধ্যয়ন, মূল্যবোধের চর্চা এবং মানবসভ্যতার যা-কিছু শ্রেয় ও মহান তার ভেতর দিয়ে পরিপূর্ণ মনুষ্যত্বসম্পন্ন হয়ে বেড়ে উঠতে পারে- তিনি এখানে সেই পরিবেশ সৃষ্টি করতে চেয়েছেন। কাজেই এই প্রতিষ্ঠানটি একটি প্রাণহীন, কৃত্রিম, গতানুগতিক প্রতিষ্ঠান নয়; এটি একটি সর্বাঙ্গীণ জীবন-পরিবেশ।
বাংলাদেশে পাঠাগারের অপ্রতুলতা অনুধাবন করে বিশ্বসাহিত্য কেন্দ্র ১৯৯৮ সালে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম শুরু হয়।বাংলাদেশের ছেলে-মেয়েদের পাঠাভ্যাস বাড়ানোর জন্য যিনি কাজ করেছেন এবং কাজ করে যাচ্ছেন।জন্মদিনের এই শুভদিনে স্যার কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান. বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র মহাসচিব. শেরেবাংলা ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান. মোঃ মঞ্জুর হোসেন ঈসা ।
স্যারের হিসাব সহজ প্রতিমাসে কেউ একটা বই পড়লে বছরে হয় ১৬ টা। ৫ বছরে ৮০ টা। এটা নিজেকে আলোকিত করার জন্য কম নয় । তিনি ষাট দশকের একজন প্রতিশ্রুতিময় কবি হিসেবে পরিচিত। সে সময় সমালোচক এবং সাহিত্য সম্পাদক হিসাবেও তিনি অনবদ্য অবদান রেখেছিলেন। কিন্তু ধীরে ধীরে তাঁর সাহিত্য প্রতিভার স্ফূরণ স্তিমিত হয়ে আসে। ১৯৭০ দশকে তিনি টিভি উপস্থাপক হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি বিশ্বসাহিত্য কেন্দ্র যা ত্রিশ বছরের বেশী সময় ধরে বাংলাদেশে আলোকিত মানুষ তৈরির কাজে নিয়োজিত রয়েছে। তার সময়ের অনেক মানুষ অনেক কাজ করেছেন। কিন্তু তিনি শুধু একটা বিশ্বসাহিত্য কেন্দ্র করেছেন। একটা বিশ্বসাহিত্য কেন্দ্রের সমান আর কিছুর দরকার আছে? ।
আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।’
আমি এই গুনি, মেধাবী, বহুমুখী প্রতিভার অধিকারী ও কর্মবীর শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও আগামী দিনের সফলতা কামনা করি আমিন।