ধামরাইয়ে অঙ্কুর পরিবার ও মিডিয়া ক্লাবের উদ্যোগে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ
রনজিত কুমার পাল বাবু, ঢাকা জেলা প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনা কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের হতদরিদ্রদের করোনার বর্তমান পরিস্হিতিতে”করোনা সংক্রমণের কঠিন এই সময়ে, মলিন মুখে ফুটাবো হাসি। দান নয়, ভালোবাসার উপহার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর ও ধামরাই মিডিয়া ক্লাবের আয়োজনে হতদরিদ্র জনগণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধামরাই উপজেলা মাঠে ধামরাই উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এতদ্ অঞ্চলের বিভিন্ন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সহিত, অঙ্কুর পরিবার দীর্ঘদিন ধরে সামাজিক কাজের সাথে জড়িত। অনেক নিম্ন আয়ের ও দরিদ্র মানুষকে সংগঠনটির মাধ্যমে সহযোগিতা করে আসছে। প্রতিবারের মতো এবারও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, চিনি গুড়া চাল ১ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ২ কেজি, তেল ১ কেজি, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ১ প্যাকেট ইত্যাদি।
অঙ্কুর পরিবার সব সময় সমাজের নিম্ন আয়ের মানুষ খোঁজে বের করে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, অসহায় মানুষদের সহায়তা নিঃসন্দেহে একটি ভালো কাজ, অংকুর ও ধামরাই মিডিয়া ক্লাবের সমাজসেবামূলক কার্যক্রম একটি মহতী উদ্যোগ। অংকুর নৈশ বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য উপজেলার সহায়তা থাকবে ইনশাআল্লাহ।
অঙ্কুর পরিবারের সভাপতি মন্জুরুল হক রনি বলেন,করোনায় বর্তমানে অসহায়দের সাথে দেখা হলে কিংবা কথা বলতে গেলে নিজের মাঝেই কষ্ট লাগে। শুধু একটি কথাই বলে ” বাবা, এবার কিছু দিবা না? অনেক কষ্টে আছি; কাজ নাই, কর্ম নাই। “তাই আমরা নিজেদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করি।
অঙ্কুর পরিবারের উপদেষ্টা প্রথম আলোর সিনিয়র সহ-সম্পাদক মাহমুদ ইকবাল বলেন, আমরা অঙ্কুর পরিবার সব সময় চেষ্টা করি হতদরিদ্রদের মাঝে হাসি ফুটাতে।
ধামরাই মিডিয়া ক্লাবের আহ্বায়ক রাজিউল হাসান পলাশ বলেন, নিজেদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করে যাচ্ছি এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।