কালিহাতীতে বীরশ্রেষ্ঠ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাজিপাড়ায় বীরশ্রেষ্ঠ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল ৪টায় উপজেলার দৌলতপুর-কাজিপাড়া গ্রামবাসীর আয়োজনে খেলায় অংশগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল একাদশ বনাম বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফুটবল একাদশ।
এ সময় খেলাটি উদ্বোধন করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফি। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভপতি মোজাম্মেল হক মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আল আমিন মোল্লা, ঘনঘাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল হাই খোকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোমিন মিয়া, নারান্দিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন তালুকদার।
খেলার সার্বিক তত্ত্ববধায়ক হিসেবে ছিলেন বীরশ্রেষ্ঠ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আহবায়ক কমিটির উপদেষ্টা মীর মিঠু, সদস্য আরিফুল ইসলাম, শাহীন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য জাহিদ তালুকদার।
উক্ত ফাইনাল খেলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফুটবল একাদশ ৩-১ গোলে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। খেলাটি ঈদের পরের দিন হওয়ায় বিভিন্ন গ্রামের ফুটবল প্রেমী মানুষ খেলাটি উপভোগ করেন।
খেলা পরিচালনা করেন শেখ মিল্টন আহমেদ, ফজলুল হক ও রাব্বি মিয়া।