রামপালে গ্রামবাসীদের তৈরী কাঠের সেঁতুর উদ্বোধন

0
127

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ রামপালের দাউদখালী নদীর উপর গ্রামবাসী ও ইউপি চেয়ারম্যানের সহায়তায় তৈরী সগুনা কাঠের ব্রীজটি উদ্বোধন করা হয়েছে ৷ মঙ্গলবার সকালে কাঠের ব্রীজের উদ্বোধন করেন বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ ৷ প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যায়ে কাঠ এবং লোহার পাত দিয়ে তৈরী ব্রীজটি নিত্যদিনের ভোগান্তি কমিয়েছে ৷

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাইনতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ হারুন অর রশীদ , বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ পাল, ইউপি সদস্য মাহবুব শেখ , সাংবাদিক অমিত পাল, বিধান চন্দ্র পাল, দেবাশীষ পাল, মোল্লা কালিমুল্লাহ রাজিব, সত্যরঞ্জন পাল, সগুনা ইয়থ ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত পাল প্রমুখ ৷

প্রায় দুই মাস ধরে গ্রামবাসীর প্রচেষ্টায় বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের সগুনা দাউদখালী নদীর উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই কাঠের সেতু ৷ এই নদীর উপর দিয়ে প্রতিদিন সগুনা, কুমলাই, গিলাতলা, চাকশ্রী সহ অন্তত দশটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন ৷

মোংলা ঘষিয়াখালী চ্যনেল সংলগ্ন শাখা নদী দাউদখালী খননের কারনে ভেঙে ফেলা হয় এখানকার পাকা সেতু ৷ সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হতো এসব এলাকার মানুষকে ৷ প্রায় দুইশো ফুট দৈর্ঘ্যের এবং ছয় ফুট প্রস্থের সেতু কমিয়েছে নিত্যদিনের এই ভোগান্তি ৷ সেতু দিয়ে চলাচল করছে রিক্সা ভ্যান ও মোটরসাইকেল ৷

স্থানীয়দের যাতায়েতের পথ না রেখেই নদী খনন করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ৷ তাদের বারবার জানানোর পরেও কোনো কাজ হয়নি ৷ এরপর সহযোগীতায় এগিয়ে আসেন বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ ৷ সেতুর দুধারে নির্মাণ করা হয়েছে মাটির সড়কও ৷

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, এই বছরের শেষ নাগাদ আমরা এই জায়গাতে পাকা সেতু নির্মাণের কাজ শুরু করতে পারবো ৷ সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ৷ এবার এই সেতু দিয়ে যাতায়াত করে প্রায় ৫ হাজার মানুষ ৷