দেশজুড়ে

শ্রীনগরে ৩৬ জনের করোনা শনাক্ত

আরিফুল ইসলাম শ্যামল,( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে একদিনে সর্বোচ্চ ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাস শনাক্তের মোট সংখ্যা দাড়ালো ৮৬৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৬৯ জন। মারা গেছেন ৭ জন।

২০ জুলাই মঙ্গলবার সকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এই তথ্য নিশ্চিত করে বলেন ৭২ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ হয়। মহামারি করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিরাপদে থাকতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মানার আহবান করেন তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button