দেশজুড়ে
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিনজন নিহত
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন ইসমাইল শেখ (৩৫), তাঁর মেয়ে শিখা খাতুন (১৫) ও ছেলে আব্দুল মালেক (৫)। তাঁরা কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চরমাহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।
গতকাল সোমবার (১৯ জুলাই) রাত পৌনে ১২টার দিকে পাংশা উপজেলার কলেজমোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, রাত পৌনে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন।
ওসি লিয়াকত বলেন, ‘নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।’