দেশজুড়ে

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিনজন নিহত

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন ইসমাইল শেখ (৩৫), তাঁর মেয়ে শিখা খাতুন (১৫) ও ছেলে আব্দুল মালেক (৫)। তাঁরা কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চরমাহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

গতকাল সোমবার (১৯ জুলাই) রাত পৌনে ১২টার দিকে পাংশা উপজেলার কলেজমোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, রাত পৌনে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন।

ওসি লিয়াকত বলেন, ‘নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button