জামালপুরে ৪৮ ঘন্টায় নতুন আক্রান্ত ৩৭ জন, ১ জনের মৃত্যু

0
89

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে ৪৮ঘন্টায় আরও মোট ৩৭ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় রি-ডাবল সেঞ্চুরির চেয়ে আরও ৪জন বেশী অর্থাৎ সর্বমোট করোনা সংক্রমণ শনাক্ত হল ৪০৪ জন।

এছাড়া মেলান্দহ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হলে পরে মৃতের নমুনায় করোনা শনাক্ত হয়েছে । করোনায় এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জন।

নতুন করে আরও ৩৭জন আক্রান্তদের মধ্যে জামালপুর সদর উপজেলায় ১৪জন, মেলান্দহ ৭জন, সরিষাবাড়ী ৫জন, ইসলামপুর ৪জন, দেওয়ারগঞ্জ ৫ জন,বকশিগঞ্জ ১জন ও মাদারগঞ্জ উপজেলায়-১জন।

জামালপুর জেলায় সর্বমোট করোনা সংক্রমণ শনাক্ত ৪০৪ জনের মধ্যে বিভিন্ন উপজেলার মধ্যে সরিষাবাড়ী উপজেলায় ৩৭জন, মেলান্দহ ৬৩, মাদারগঞ্জ ২৬, বকশীগঞ্জ ৪৬, দেওয়ানগঞ্জ ৩২, ইসলামপুর ৭৩, এবং জামালপুর সদর উপজেলায় ১২৭জন।

সর্বশেষ সুস্থ ১, সর্বমোট সুস্থ ১৫৭ জন (৩ জন রেফার্ডকৃত সুস্থ সহ)।

সর্বমোট মৃত্যু ৫ (চিকিৎসাধীন ২ জন – দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় ৩ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১)।

সর্বশেষ রেফার্ড ০, মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)।
ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ১৬৭।
মোট নমুনা পরীক্ষা ১৬৭।
সর্বশেষ নমুনা সংগ্রহ ১১৭, মোট নমুনা সংগ্রহ ৪৫৩৩।