মির্জাপুরে ভাই-বোনসহ আরো ৯ জনের দেহে করোনা শনাক্ত

0
120

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ভাই-বোন (শিশু) ও দুই গার্মেন্টস শ্রমিকসহ নতুন করে আরো নয় জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৩ই জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এই তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তরা হলেন, মির্জাপুর উপজেলার পৌরসদর বাজারের বাসিন্দা (৫৫), ভাওড়া ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা (৩০), বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের বাসিন্দা (৬৫), একই গ্রামের এক পরিবারের ভাই-বোন (০৮-০২), গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা (৪৫), একই ইউনিয়নের গার্মেন্টস শ্রমিক রনারচালা গ্রামের ভাড়াটিয়া (৩০), গার্মেন্টস শ্রমিক (৩৫), ভাওড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বাসিন্দা (২৪)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মৃদুলুর রহমান জানান, গত ০৬ তারিখে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১ জনের নমুনা সংগ্রহ করে পরদিন রাজধানীর আইপিএস ল্যাবে পাঠানো হয়। শনিবার নমুনার প্রাপ্ত ফলাফলে একই পরিবারের ভাই বোনসহ ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

মির্জাপুর উপজেলায় নতুন ৯জনসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৬৪ জনে।