বরগুনায় আরও ৭৬ জন করোনা আক্রান্ত

0
82

বরগুনায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ১ জুলাই থেকে সাধারনের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও বাস্তবে কার্যকর তেমন হচ্ছে না। এছাড়া প্রশাসন শহরে যতটা কঠোর শহরের উপকণ্ঠে, গ্রামের হাট-বাজারে ততটা ঠিলেঠালা। ৬ জুলাই সকাল ৮টা থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত পজিটিভ শনাক্ত হয়েছে ৭৬ জন।

আজ পর্যন্ত জেলায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮৯ জন। হঠাৎ করোনায় পজিটিভ সংখ্যা বেড়ে যাওয়ার বিষয় সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, পরীক্ষার সংখ্যা বেড়ে যাওযায় শনাক্ত বেড়ে গেছে। শতকরা ৩৫% হারে আজ পর্যন্ত আক্রান্ত হয়েছে।

এদিকে ১ জুলাই থেকে ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত জেলা সদর ও উপজেলায় ১১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। স্বাস্থ্যবিধি লংঘন করায় সংক্রমণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ৩ লক্ষ ১৮ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।