স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর অবস্থানে জামালপুরের প্রশাসন

0
85

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: সারা দেশে কোভিড ১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১জুলাই থেকে সরকারের কর্তৃক ঘোষিত সাট ডাউন/ লক গাউন বাস্তববায়নে প্রশাসন কঠোর ভাবে অবস্থান নিয়েছেন।

সেই ধারাবাহিকতায় ১জুন বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর শহরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল চলছে। শহরের বেলটিয়া বাজার গেইটপার এবং মার্কেট, ফৌজদারি মোড়, বকুলতলা পাঁচরাস্তসহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের টহল ছিল চলমান ।

প্রশাসনের সর্বোচ্চ পরিমাণে কঠোর এই অবস্হানকে সচেতন মহল স্বাগত জানিয়ে সাধুবাদ ব্যক্ত করেছেন অনেকেই। জামালপুরের সচেতন সাধারণ নাগরিক ও নেটিজেনরা এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পুলিশ ও জেলা প্রশাসনের বেশ প্রশংসা করেছেন।

জামালপুরের জেলা প্রশাসন, স্বাস্হ্য প্রশাসন ও পুলিশ প্রশাসন চলমান এই লকডাউন চলাকালীন সময় সকলকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জামালপুর জেলাবাসীকে আহ্বান জানিয়েছেন।