মির্জাগঞ্জে ব্যাংকার, স্বাস্থ্যকর্মী, গৃহীনিসহ পাঁচজনের করোনা সনাক্ত

0
164

মোঃ রনি খান, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নতুন করে ব্যাংকার স্বাস্থ্যকর্মী, শিক্ষক সহ পাঁচ জন করোনায় সনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জুলাই) মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, আমড়াগাছিয়া ইউনিয়নের মোশারফ হোসেন এর স্ত্রী মোসাঃ আফরোজা পারভীন ( ৬২ ) মির্জাগঞ্জ ইউনিয়নের আঃ রশিদ খানের ছেলে, মোঃ সুলতান খান (২৪) দেউলী সুবিদখালী ইউনিয়নের কাদের জোমাদ্দারের ছেলে মোঃ মোঃ ছগির হেসেন (৩৭) দেউলী সুবিদখালী ইউনিয়নের পৃর্ব সুবিদখালী গ্রামের মোঃ রাসেল গাজী ( ৩৪) কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্য পাশা গ্রামের জিয়াউল হক এর মেয়ে মোসাঃ ইসরাত জাহান (২৫) এদের ভিতর রয়েছেন ব্যাংকার, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ড্রাইভার, গৃহীনি৷

কোভিড-১৯ পরীক্ষায় সনাক্ত কারীদের ভিতর কোভিড-১৯ পরীক্ষার জন্য গত ২৮ জুন তিন জন আজ ৩০ জুলাই দুই জন। তিনদিনে কোভিড- ১৯ এর ফলাফল পাচ জন পজিটিভ আসে।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, রোগীর সুচিকিৎসা ও হোম কোয়ারান্টাইনে নিশ্চিত করেছে এ ছারা ও তাদের স্বজনকে কোভিড-১৯ পরীক্ষার জন্য বলা হয়েছে।