কুষ্টিয়া

কুষ্টিয়ায় জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সর্বদলীয় মনোনীত এমপি প্রার্থীরা

কুষ্টিয়া প্রতিনিধি: “একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায়

জনগণের মুখোমুখি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭৭ কুষ্টিয়া-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগনকে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সুজন- সুশাসনের জন্য নাগরিক কুষ্টিয়া জেলা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারী সুজাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত হাতাপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত মই প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম শাহীন। বাংলাদেশ গনঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত হাতি প্রতীকের প্রার্থী রুমপা খাতুন।

অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

আলোচনায় অংশ নেওয়া এমপি প্রার্থীরা তাঁদের নির্বাচনী ভাবনা তুলে ধরেন এবং সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, নাগরিক অধিকার সংরক্ষণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতার অঙ্গীকার করেন।

একই সঙ্গে তাঁরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিলো। অনেক আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই জনগণ ভয়মুক্ত পরিবেশে তাদের মত প্রকাশ করতে পারে।

তিনি বলেন, গত ২০১৪ সালে উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। একটি টাকাও দুর্নীতি করি নাই। আমি দুর্নীতির সাথে আপোষ করতে চাই না। এটা আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া শিখিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে রাজনীতিতে আমার পথ চলা। আগামী দিনে দুর্নীতি, দুঃশাসন ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করব ইনশাআল্লাহ। কর্মসংস্থান সৃষ্টি, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কাজ করবো। এছাড়া বিএনপি ঘোষিত যে ৩১ দফা কর্মসূচি রয়েছে তা পালনে অটুট থাকবো। আমি ক্ষমতার জন্য নয়, আপনাদের অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বাংলাদেশের জন্য, কুষ্টিয়াকে সুন্দর সমাজ নগরী হিসেবে গড়ে তুলতে ভোট ও সমর্থন চাই। একটি সুন্দর সমাজ গড়তে ধানের শীষের বিকল্প নেই। সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারী সুজাউদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে, রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বেশি প্রয়োজন সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব। দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনে আজ দেশের মানুষ অতিষ্ঠ। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা। ইসলামের ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য জামায়াতে ইসলামীর বিকল্প নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হতে হবে আল্লাহভীতি, ন্যায়বিচার, সততা ও জনকল্যাণ। আমাদের প্রিয় দেশ দীর্ঘদিন ধরে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে প্রয়োজন সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব। আমরা জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম শাহিন বলেন, আমি মই প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। আজ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও লুটপাটের শিকার। রাষ্ট্রযন্ত্র চলে মুষ্টিমেয় ধনী ও ক্ষমতাবানদের স্বার্থে। এই অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন বিকল্প রাজনৈতিক শক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ লড়াই। এর জন্য বাসদের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে মই প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

গনঅধিকার পরিষদের প্রার্থী শরিফুল ইসলাম প্রতিশ্রুতি দিয়ে বলেন, কুষ্টিয়াকে বিভাগে উন্নিত করতে চাই৷ একটা ডোমেস্টিক এয়ারপোর্ট করার পরিকল্পনা রয়েছে। গড়াই নদীর উপর বড়বাজার ঘোড়াঘাট থেকে শিলাইদহ মুখী ব্রিজ করতে চাই৷ এছাড়া চিকিৎসা ও শিক্ষার মান উন্নয়ন, কুষ্টিয়াকে শিল্পায়ন করতে চাই, যাতে করে বেকারত্ব দুর হবে।

এদিকে অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্রের প্রকৃত শক্তি হলো নাগরিক। জনপ্রতিনিধিরা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন, এটাই সংবিধানের মূল চেতনা। কিন্তু বাস্তবতায় অনেক সময় নাগরিকদের অধিকার ও মতামত উপেক্ষিত হয়। এই অবস্থান থেকে বেরিয়ে আসতে হলে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনার মাধ্যমে ভোটার ও প্রার্থীদের মধ্যে পারস্পরিক আস্থা বাড়বে এবং একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে।

সুজন- সুশাসনের জন্য নাগরিক কুষ্টিয়া জেলা কমিটির পক্ষ থেকে জানান, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে জনপ্রতিনিধিরা ক্ষমতার মালিক নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন। নাগরিকদের সচেতন অংশগ্রহণ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

এই বিভাগের আরও সংবাদ