কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুুয়ারি) সকাল ১০ টার দিকে মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে উপজেলার ভোটগ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ব্রিফিং ও দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রদান করা হয়।

এতে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এসব সংশ্লিষ্ট ভোট গ্রহণ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণের বিভিন্ন ধাপ, ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটিং পদ্ধতি, গণভোট পরিচালনার নিয়মাবলি, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রেরণসহ আইনগত বিষয়াদি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি ভোট কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভোট গ্রহণ কর্মকর্তাদের দক্ষতা ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা তাদের দায়িত্ব আরও সচেতনভাবে পালন করতে পারবেন।

এই বিভাগের আরও সংবাদ