প্রার্থী ও নারী কর্মীদের ওপর হামলা ফ্যাসিবাদী সন্ত্রাসের নগ্ন বহিঃপ্রকাশ : ডাঃ ইরান


ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুর রহমান আদিবের ওপর এবং বরিশাল-৩ আসনে প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতা-কর্মীদের ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
আজ (সোমবার) লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর পরিকল্পিত হামলা, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাকে ডাঃ ইরান ফ্যাসিবাদী সন্ত্রাস, রাজনৈতিক নৈরাজ্য এবং নারীর নিরাপত্তার ওপর সরাসরি আঘাত বলে আখ্যায়িত করেন।
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান বলেন, নির্বাচনী মাঠে বিরোধী প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হামলা, বিশেষ করে নারী কর্মীদের টার্গেট করে বর্বরতা চালানো প্রমাণ করে- একটি কুচক্রী মহল গণতন্ত্র নয়, বরং ভয় ও রক্তের রাজনীতি কায়েম করতে চায়। এসব হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসের অংশ, যার উদ্দেশ্য জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং বিরোধী শক্তিকে দমন করা। প্রশাসনের নির্লিপ্ততা ও নীরবতা এ সন্ত্রাসকে আরও উৎসাহিত করছে বলেও তিনি মন্তব্য করেন।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, এই দমন-পীড়ন, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন দমন করা যাবে না। তিনি অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার, তাদের মদদদাতাদের প্রকাশ্যে আনতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় আনুগত্য পরিহার করে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি



