অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ খাদ্য উপদেষ্টার


কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় খাদ্য সরবরাহ ব্যবস্থা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার খাদ্য সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর ও স্বচ্ছ করতে এই সভার আয়োজন করা হয়। বুধবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাদ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও চাল কল মিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব খাদ্য সরবরাহ ব্যবস্থা অত্যন্ত জরুরি। সরকার জনগণের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে খাদ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার খাদ্য উৎপাদন থেকে শুরু করে মজুত, পরিবহন ও বিতরণ, প্রতিটি ধাপে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদার করেছে। কুষ্টিয়াসহ সারাদেশে নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করা হচ্ছে। তবে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এছাড়া, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসনকে সর্বদা সজাগ থাকতে হবে। খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। আগামী দিনে, খাদ্য ব্যবস্থাপনায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।



