সাহিত্য ও সংস্কৃতি

রবিরশ্মি’র ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠান

রবিরশ্মি’র ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘অ ভয় বাজে হৃদয় মাঝে’ শীর্ষক দু’দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অদ্য ১২ ও ১৩ সেপ্টেম্বর, শুক্রবার ও শনিবার, বিকাল ৫টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সঙ্গীত নিবেদন করেছেন রবিরশ্মি’র শিল্পীবৃন্দ ও আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীগণ।পরিবেশিত হয়েছে গীতি আলেখ্য ‘প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে’ এবং ‘আমার নূতন যৌবনেরই দূত’। বিশেষভাবে অংশ নিয়েছেন রবিরশ্মি’র শিল্পীবৃন্দ ও ক্ষুদে শিল্পীরা।

সম্মাননা জ্ঞাপন করা হয় দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী এ. এম. এম. মহিউজ্জামান চৌধুরী ময়না কে ।সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রবিরশ্মি সভাপতি মোখলেস আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিপি রানী ঘোষ ও শাশ্বতী মাথিন।

রবিরশ্মি এর পরিচালক অধ্যাপক মহাদেব ঘোষ বলেন- বাংলা সংস্কৃতির ধারক ও বাহক রবীন্দ্রনাথের গান ও দর্শনের আলোকে আয়োজিত এ অনুষ্ঠান রাজধানী সহ সারা দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ মাত্রা যোগ করবে ।

এই বিভাগের আরও সংবাদ