মুক্তমত ও সম্পাদকীয়

বাহারি মাছের খামার : শখ নয়, সম্ভাবনার বিশ্ববাজার

বিশ্ব অর্থনীতিতে “অর্নামেন্টাল ফিশ” বা বাহারি মাছের বাজার ইতোমধ্যেই একটি শক্তিশালী খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)–এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্নামেন্টাল ফিশ মার্কেটের বার্ষিক আকার বর্তমানে প্রায় ১০–১২ বিলিয়ন মার্কিন ডলার। আগামী পাঁচ বছরে এই খাত আরও ৭–৮% হারে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপ, উত্তর আমেরিকা ও পূর্ব এশিয়ায় অ্যাকুয়ারিয়াম সংস্কৃতির প্রসার এই বাজারকে দিন দিন সম্প্রসারিত করছে।

বৈশ্বিক প্রেক্ষাপট :

সিঙ্গাপুর : বৈশ্বিক অর্নামেন্টাল ফিশ রপ্তানির ২০% এরও বেশি নিয়ন্ত্রণ করছে। প্রতিবছর এই খাত থেকে তাদের আয় প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার (FAO, 2023)।

থাইল্যান্ড : বাহারি মাছকে কৃষি ও পর্যটনের সঙ্গে যুক্ত করে একটি দ্বৈত রাজস্ব খাত তৈরি করেছে।

ভারত : পশ্চিমবঙ্গ ও কেরালায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে প্রতিবছর প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি হচ্ছে (ICAR, 2022)।

এই উদাহরণগুলো স্পষ্ট করে যে উন্নত প্রশিক্ষণ, নীতিগত সহায়তা ও আন্তর্জাতিক ব্র্যান্ডিং থাকলে বাংলাদেশের জন্যও একই ধরনের সাফল্য অর্জন সম্ভব।

বাংলাদেশের বর্তমান অবস্থা :

বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (BFRI) জানায়, দেশে বর্তমানে ১০০টিরও বেশি প্রজাতির বাহারি মাছ চাষ সম্ভব। এর মধ্যে জনপ্রিয় হলো—গাপি, মলি, প্লাটি, গোল্ডফিশ, এঞ্জেল, কই ও ফাইটার ফিশ।

দেশীয় বাজারে চাহিদা প্রতি বছর ১৫–২০% হারে বাড়ছে।

মাত্র ৫০ হাজার থেকে ১ লাখ টাকার বিনিয়োগে একজন উদ্যোক্তা ছোট আকারের খামার শুরু করতে পারেন।

একজন ক্ষুদ্র উদ্যোক্তা মাসে গড়ে ৩০,০০০–৫০,০০০ টাকা পর্যন্ত আয় করতে সক্ষম।

বিশেষ করে বেকার যুবক ও গৃহিণী মায়েদের জন্য বাহারি মাছ চাষ ঘরে বসে আয়ের এক অনন্য সুযোগ।

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ভারত ও নেপালের বাজারে বাহারি মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে।

অর্থনৈতিক সম্ভাবনা :

বাংলাদেশ যদি আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে, তাহলে বাহারি মাছ রপ্তানি থেকে প্রতিবছর সহজেই ১০০–১৫০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

এটি শুধু কর্মসংস্থানের নতুন ক্ষেত্রই নয়, বরং গ্রামীণ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং যুব উদ্যোক্তাদের স্বনির্ভরতার পথ খুলে দিতে পারে।

চ্যালেঞ্জ :

আন্তর্জাতিক মানের কোয়ারেন্টাইন ও হাইজিন ব্যবস্থা নেই।

উৎপাদন প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘাটতি রয়েছে।

রপ্তানির ক্ষেত্রে এখনো সরকারি জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা বিদ্যমান।

করণীয় :

১. নীতি সহায়তা : রপ্তানির জন্য প্রণোদনা ও কর অবকাশ।
২. গবেষণা ও প্রযুক্তি হস্তান্তর : নতুন প্রজাতি উদ্ভাবন ও রোগ প্রতিরোধ ব্যবস্থা।
৩. আন্তর্জাতিক ব্র্যান্ডিং : Made in Bangladesh Ornamental Fish লেবেল তৈরি।
৪. পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) : উদ্যোক্তা ও সরকারি সংস্থার যৌথ উদ্যোগে বাজার সম্প্রসারণ।

বাংলাদেশে বাহারি মাছের খামার এখন আর কেবল শখের বিষয় নয়; বরং এটি অর্থনৈতিক রূপান্তরের একটি সম্ভাবনাময় খাত। সঠিক নীতি, বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্র্যান্ডিং নিশ্চিত করা গেলে বাংলাদেশও সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো বিশ্ববাজারে শীর্ষ রপ্তানিকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

লেখকঃ কবীর আহমেদ ভূঁইয়া, রাজনৈতিক ও উন্নয়ন কৌশলবিদ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন।

এই বিভাগের আরও সংবাদ