সাহিত্য ও সংস্কৃতি
কবিতা: কনকচাঁপা


কনকচাঁপা
সুদীপ চন্দ্র হালদার
আমি উত্তাল নদী হবো পাগলী,
তুই হবি ময়ূরপঙ্খী নাও,
আমার বুকে নাচবি সারাক্ষণ,
তোকে নিয়ে ভেসে যাব দূর সবুজ প্রান্তর!
আমি আকাশ হবো পাগলী,
তুই হবি সাদা মেঘমালা,
উড়ে চলবি হৃদয়ের মাঝ দিয়ে,
ঝরবি আমার বুকের প্রশান্তি হয়ে!
আমি জোছনা হবো পাগলী,
তুই হবি অভেদ্য মায়াজাল,
মায়ায় জড়িয়ে রাখবি যতন করে,
যাব না কখনো দূরে তোর মায়া ভুলে!
আমি কুয়াশা হবো পাগলী,
তুই হবি মাঠের দূর্বা-ঘাস,
সোনা রোদে হাসবো আমরা,
হীরক দ্যুতিতে জ্বলবে প্রণয়ের গল্প মালা!
আমি হবো কাঠফাটা গ্রীষ্ম পাগলী,
তুই হবি স্নিগ্ধ কনকচাঁপা,
বাঁধনহারা মন বাঁধব সেথায় অনন্ত জনমের তরে,
সংক্ষুব্ধ হৃদয় হবে শান্ত তোরই পরশে!