ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা

0
88

সিকিউরিটি গার্ড একজন নারীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। জেরুজালেমের কাছে একটি চৌকিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের দাবি, ওই নারী ছুরি নিয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। এপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বিবৃতিতে ইসরায়েলি পুলিশ বলেছে, জেরুজালেমের উত্তরে কলান্দিয়া চেকপয়েন্টের প্রহরী ওই নারীকে ছুরি নিয়ে আসতে দেখে। এরপরই তাকে গুলি করে হত্যা করে। পুলিশ বলছে, ওই নারীর বয়স ২৮ বছর। তিনি জাতিতে ফিলিস্তিনি।

কলান্দিয়া চেকপয়েন্ট হলো পশ্চিম তীরের বসবাসকারী ফিলিস্তিনিদের ইসরায়েলে প্রবেশের পথ। চেকপয়েন্টটি নিয়ন্ত্রণ করে বেসরকারি নিরাপত্তা সংস্থা। তবে সম্প্রতি ঘটা সহিংসতার ঘটনার পর ইসরায়েল পুলিশ মোতায়েন করেছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, এই চেকপয়েন্টটি বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।