ভারতে স্বর্ণের বাজারে দরপতন

0
117
ফাইল ছবি।

বিশ্ব বাজারে দর পড়েছে স্বর্ণের। এর প্রভাব ধরে ভারতের বাজারে কিছুটা পড়ল স্বর্ণ ও রুপার দাম। বৃহস্পতিবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮,৮৮০ রুপি। আর এক কিলোগ্রাম রুপার দাম ০.৭ শতাংশ দাম হ্রাস পেয়ে হয়েছে ৭১,৩৭৫ রুপি।

এদিকে, বিশ্ব বাজারে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৮৫.২১ ডলার। বিশেষজ্ঞদের মতে, মার্কিন মুদ্রাস্ফীতি সংক্রান্ত পরিসংখ্যানের কারণে সতর্কভাবে এগিয়েছেন লগ্নিকারীরা। যে পরিসংখ্যানের উপর নির্ভর করবে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি।
সেইসঙ্গে বৃহস্পতিবার ইউরোপের কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি-নির্ধারক বৈঠকও আছে। সে কারণে সতর্ক আছেন লগ্নিকারীরা। তাছাড়া শক্তিশালী ডলারের কারণে অন্য গ্রহীতাদের কাছে সোনার চাহিদা কমেছে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে কমেছে রুপার দাম। এক আউন্স রুপোর দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,১৪৭.৫৬ ডলার।

সূত্র : হিন্দুস্তান টাইমস।